page-1
Poem
Welcome
Here are some Poems for everyone. In this page you can find both English & Bangla poems. Read these poems and have FUN & REFRESHMENT..........ENJOY!!!
বাংলা কবিতা আসরে স্বাগতম!
বাংলা-কবিতা আসরে প্রখ্যাত বাঙ্গালী কবিদের বাংলা কবিতার এক অনলাইন সংগ্রহশালা। পাশাপাশি নতুন কবিদের অনেক লেখা এখানে স্থান পাবে। বাংলা সাহিত্যের প্রখ্যাত কবিদের জনপ্রিয় কবিতা, সাম্প্রতিক সময়ের নির্বাচিত কবিতা,ছোটদের জন্য বিশেষ পাতা ইত্যাদি নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা বাংলা সাহিত্য, কবিতা ও আমাদের দেশীয় কৃষ্টি-কালচারকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নতুন প্রজন্মের বাঙ্গালীদের কাছে আরও পরিচিত করে তুলবে বলে আমরা মনে করি।এছাড়া যে কেউ আমাদের ফোরাম মেম্বার হয়ে ইচ্ছামত কবিতা লিখতে পারবেন।সম্মানিত পাঠক ও সূধীজনের মতামত আমাদের একান্ত কাম্য।